আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রোকেয়া গ্রন্থাগারের উদ্যোগে চিত্র ও লেখা প্রদর্শনী এবং সাইকেল র্যালীর আয়োজন করা হয়।
বিকাল ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া গ্রন্থাগার প্রাঙ্গনে এ চিত্র ও লেখা প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদ, কৃষি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী ফারাহ্ মাহজাবীন এবং গ্রন্থাগার সম্পাদক অর্ণব দাস।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন “নারীর প্রতি সহিংসতা প্রতিনিয়ত বেড়ে চলেছে। ঘরে, বাইরে কোথাও নারী আজও নিরাপদ নয়। নাটক, সিনেমা বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।” বক্তারা দাবি জানান নারীর প্রতি প্রতিটি সহিংসতার বিচার নিশ্চিত করতে হবে, নাটক- সিনেমা- বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা যাবেনা।
এরপর নারী নির্যাতন বিরোধী একটি সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালীটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে, জব্বারের মোড় ঘুরে এসে, কে. আর. মার্কেট হয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়।