‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে নারীদের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সাইক্লিস্টস এর যৌথ উদ্যোগে সার্কিট হাউস বেটবল চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ১০১ জন নারীসহ প্রায় ২৫০ জন বাইসাইকেল নিয়ে অংশ গ্রহণ করেন।
র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, টুরিস্ট পুলিশ সুপার নাইমুল হাসান প্রমুখ।
আ/গ