ময়মনসিংহে ব্রক্ষপুত্র নদ খননে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধ লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগ-জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নদ খননের সকল ধরনের তথ্য জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর কাচারীঘাটস্থ ব্রক্ষপুত্র নদের তীরে দাঁড়িয়ে ‘স্বতর্ফূত জনতা’র ব্যানারে এ মানবন্ধন করেন তারা।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক অ্যডভোকেট নজরুল ইসলাম চুন্নু, আব্দুল মোতালেব লাল, আওয়ামীলীগ নেতা প্রদীপ ভৌমিক, কাজী মঞ্জুরুল মুর্শেদ রাজু, কবি এম. বাহাদুর, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হুমায়ন কবীর, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গাফফার প্রমূখ।
মানববন্ধনে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধের টাকা দিয়ে কাজ না করে বিল উঠিয়ে নিয়ে যাবেন, তা হতে পারে না। অবিলম্বে নদ খননের সকল ধরনের তথ্য জনসম্মুখে প্রকাশ করুন। এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল বলেন, নদ খননের ২৭ শত কোটি টাকার প্রকল্প আমলা-ঠিকাদার যোগসাজস করে লুটপাট করছে। এই অনিয়ম অবিলমে¦ বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
কবি এম. বাহাদুর বলেন, নদ খননের অনিয়ম নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের সকল উচ্চ পর্যায়ে চিঠি দিয়েছি। কিন্তু কোন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে অনিয়মের খননে নদ এখন খালে পরিনত হচ্ছে।
গ/আ