রাজশাহীর কাটাখালিতে পিকআপ উল্টে খাদে পড়ে পিতা-পুত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন- নওগাঁ জেলার পত্মীতলা উপঝেলার কাঞ্চন গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে মো. বারিক হোসেন ও তার ছেলে মো. রিমন হোসেন(১৬)।
শনিবার (১৯ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে কাটাখালীর মুসলিমের মোড়স্থ নুরুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ (রাজ মেট্রো ন-১১-০২৫৫) রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে কাটাখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
গ/আ