প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে নবম বর্ষ পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করল ৩২ তম বিসিএস শিক্ষা ক্যাডারগণ।
গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ৩২ তম বিসিএস(সাধারণ শিক্ষা)ক্যাডার ফোরাম ময়মনসিংহ অঞ্চলের ক্যাডারগণ ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে দিনটিকে স্মরণ করে পরিবার পরিজনকে নিয়ে ময়মনসিংহ নগরের দুর্গাবাড়ি গ্রীন পার্ক রেস্টোরেন্টে কেক কেটে ও নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করেন।
আওয়ামী লীগের সরকারের সময়ে ২০১১ সালে ৩২ তম বিসিএস সার্কুলার প্রকাশ করে। প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে কারিগরি ও সাধারণ শিক্ষা ক্যাডারগণকে ২০১৩ সালের ৩০ অক্টোবর এই ব্যাচের কর্মকর্তাগণকে নিয়োগ প্রদান করে। ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের আয়োজনে সারাদেশে বৃক্ষরোপণ, কেক কাটা, আলোকসজ্জা ও শুভেচ্ছা মিনিময় করা হয় ক্যাডারগণের মধ্যে।
সন্ধ্যায় রেস্টোরেন্টে ভোজ সভা উপলক্ষ্যে এক আলোচনা সভায স্মৃতিচারণ করতে গিয়ে নানা অভিজ্ঞতার কথা তোলেধরেন ক্যাডারগণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের শিক্ষক পরিষদের সাবেক কোষাধ্যক্ষ ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. নূরুল হক। তিনি ৩২ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ অঞ্চলের সভাপতি।
সভাপতির বক্তব্য প্রদান করতে গিয়ে তিনি বলেন পদোন্নতি বঞ্চিত ব্যাচমেটদের নিয়ে শিগগিরই পদোন্নতির জন্য ফোরামের মাধ্যমে বিষয়টি উর্ধ্বতন মহলে আলোচনা করবেন। পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে ফোরাম কাজ করার উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে মেধাবীদের বৃত্তি প্রদান, পিটিআই, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে উক্ত ব্যাচের দক্ষ কর্মকর্তাকে সেবায় নিয়োজিত করে এই অঞ্চলের শিক্ষায় অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩২তম (সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরামের সাংগঠনিক সম্পাদক পিকলু সরকার,জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. দিদারুল আলম,সরকারি শহীদ স্মৃতি করেজের সহকারী অধ্যাপক মো. আহসানউল্লাহ ভূঞা, সরকারি টিচার্সস ট্রেনিং কলেজের অধ্যাপক রাফিউল করিম তরফদার,ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন করেজের প্রভাষক তাজমুন নাহার , ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন করেজের প্রভাষক কামরুন নাহার,ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের প্রভাষক নাসিমা আক্তার,ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন করেজের সহকারী অধ্যাপক উম্মে সালমা,ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন করেজের সহকারী অধ্যাপক মণি শংকর দেবনাথ,ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন করেজের সহকারী অধ্যাপক খুজিন্তা নওরিন লিজা ,ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন করেজের সহকারী অধ্যাপক আবু কাউসার স্বপন,ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন করেজের সহকারী অধ্যাপক এ আর এম মোজাহিদুল হক প্রমুখ।
সকলেই নিজ নিজ বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও ক্যাডারগণের নানা সমস্যর কথা তুলে ধরেন।
আ/গ