স্টাফ রিপোর্টার :-ময়মনসিংহে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১লা জুন বুধবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যা্লী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় ময়মনসিংহের কালীবাড়িস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এরপর ১১টায় জেলা প্রাণি সম্পদ দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভায় ময়মনসিংহের অতিরিক্ত সিভিল সার্জন ডাক্তার পরীক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চীফ ইপিড্রেমিওলজিস্ট ড. প্রভাত চন্দ্র সাহা, ফুলপুর উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. একে এম আনিসুর রহমান , মেসার্স রূপকথা টাচ্ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান এবং খামারিদের পক্ষ থেকে ফজলুল হক প্রমূখ বক্তব্য রাখেন
।
অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ জেলা প্রাণি কর্মকর্তা ডা: মোহাম্মদ ওয়াহেদুল আলম তার সমাপনী বক্তব্যে বলেন, বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষে আমরা ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত ৩দিন ধরে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি ।
আজ বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হবে । এতে করে স্কুলের ছেলেমেয়েরা দুগ্ধ দিবসের বিষয়ে জানতে পারবে । এ সময় অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা: তানভীর সুলতানা সহ অনেকে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তারাকান্দার ভেটেরিনারি সার্জন ডা: নাহিদ নওরিন ।