ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে জন সমাবেশ করা হয়েছে।
আজ ২৭ মার্চ রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তরা অভিযোগ করেন, আন্দোলনের নামে বিএনপি জামাত দেশে অরাজকতা সৃষ্টি চেষ্টা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাতের এ ধরণের অপতৎপরা মেনে নিবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিএনপি-জামাতের অপ তৎপরতা প্রতিহত করবে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকার সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তরা বলেন, সম্প্রতি বিএনপি জামাত ক্ষমতায় যাওয়ার জন্য অপ তৎপরতা শুরু করেছে। তাঁদের দেশে ও বিদেশে সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রমুলক বক্তব্য ছড়াচ্ছে। তবে সরকারের বিরুদ্ধে এ ধরণের অপ তৎপরতা আওয়ামী লীগ প্রতিহত করবে।
সভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। গত ১৩ বছরে দেশের মানুষের ভাগ্য বদল করেছে। মানুষের মাথা পিছু আয় বেড়েছে, দেশে পদ্মসেতু হচ্ছে নিজেদের টাকায়। বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশ অতীতের সব রেকর্ডড ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শে তাঁর কণ্যা শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় আজ বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের মানুষের কাছে উদাহরণ হয়ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কবীর উদ্দিন ভুঁইয়া, আমিনুল হক শামীম, মমতাজ উদ্দিনসহ জেলা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। বেশির ভাগ বক্তাই তাঁদের বক্তব্যে বিএনপি ও জামাত আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্ঠা করছে বলে অভিযোগ করেন। তাঁরা বিএনপি ও জামাতের এ নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগকে সজাগ থাকতে এবং প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশ উপলক্ষে দুপুর থেকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে মিছিল আসতে থাকে। বিশেষ করে বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের কমিটির পদ প্রত্যাশী নেতাদের সরব উপস্থিতি ছিল ।
আ/গ