শম্ভুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :- ২৫ শে মার্চ শুক্রবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলার (শম্ভূগঞ্জ) উপজেলার ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার মাঠে বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালায় মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব ও বন্ধু টিম অংশ নিলে এতে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব জয় লাভ করে । খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল, কাপ এবং প্রথম পুরস্কার এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মুনির ।
৭ নং চরনিলক্ষীয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শম্ভূগঞ্জ বাজারের সভাপতি হাজী আব্দুল মান্নান, মোঃ এনামুল হক,,বজলুর রহমান খসরু, আবুল বাশার অনেকে উপস্থিত ছিলেন ।
ক্রিকেট টুর্নামেন্টির সার্বিক সহযোগিতায় ছিলেন মো.জামাল মো.রাশিদুল ইসলাম ফারুক, রাহুল নুরু রাসেল , রাজিব,, আরিফুল ও শুভ ।