সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ময়মনসিংহ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২৪ মার্চ ২০২২, ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউট অডিটরিয়ামে নতুন এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল, সেশন জট নিরসন, শিক্ষা সংকোচন বন্ধ সহ ৯ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার ৮ম জেলা কাউন্সিল উপলক্ষে ময়মনসিংহের তাজমহল মোর থেকে বিকাল ৩ঃ৩০ টায় একটি র্যালী শুরু হয়ে মুসলিম ইন্সটিটিউট এসে পৌঁছায়।
তারপর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এ. কে. এম. আরিফুল হাসানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অজিত দাসের সভাপতিত্বে আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বাসদ ( মার্কসবাদী) ময়মনসিংহ জেলার সমন্বয়ক কমরেড শেখর রায়।
আলোচনা সভায় বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্তার বিভিন্ন সংকট তুলে ধরেন এবং সমাধানে ৯ দফা দাবি বাস্তবায়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। বক্তারা বলেন দীর্ঘ ১৮ মাস করোনা মহামারির কারণে এদেশের শিক্ষা ব্যবস্তার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কিন্তু শিক্ষার এ ক্ষতি পূরণ করার কোন পদক্ষেপ গ্রহণ না করে সরকার একের পর এক শিক্ষা ধ্বংস করার নীতি কার্যকর করছে। ফলে সরকারের শিক্ষা ধ্বংসের এ চক্রান্তের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
তারপর এ. কে. এম. আরিফুল হাসানকে আহ্বায়ক করে ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যারা হলোঃ গৌতম কর, জুয়েল আহমেদ, সজীব আহমেদ, মিজানুর রহমান, রাকিবুল ইসলাম রোমান, রাজেকুজ্জামান জুয়েল, শায়রা তাসনিম অর্পা,সাখাওয়াত পলক, আলেয়া আক্তার আখিঁ,আসাদ আদনান তন্ময় ও শামীমুল হাসান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
আ/গ