“বাঙালির ঐতিহ্য পিঠা পার্বণ” এই শ্লোগানে ময়মনসিংহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব।
আজ ২২ মার্চ বিকেলে ময়মনসিংহ নগরের টাউনহল কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে শুরু হয় ময়মনসিংহ বিভাগের এ পিঠা উৎসবের।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগীতায় জাতীয় পিঠা উৎসব ময়মনসিংহ বিভাগের আয়োজন করে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ময়মনসিংহ বিভাগ।
ময়মনসিংহ নগরের প্রাণ কেন্দ্র টাউনহল প্রাঙ্গনে আজ বিকেলে শুরু হয়। মেলাটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। মেলাটি প্রতি দিন বিকেল তিনটায় শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত। মেলার অয়োজক কমিটির সভাপতি বিশষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ মেলাটির উদ্বোধন করেন। এ সময় এক আলোচনা সভায় ময়মনসিংহের গুণিজনরা উপস্থিত ছিলেন।
মেলায় প্রতি দিন চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-নাচ,গান,ককিতা আবৃত্তি ো লোকজ সংগীত।