চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ শহর থেকে ৭ কি. মি দূরে চুড়খাই এর প্রিয় কুঞ্জ মির্জা পার্ক এ চবিয়ানদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ মার্চ ২০২২,শুক্র বার দিন ব্যাপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস’ ক্লাব, ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে এ মিলন মেলাটি বসেছিল।
আড্ডায় সঙ্গীতে মজার মজার স্মৃতিচারণ করে পুরো দিন পার করেন চবিয়ানরা। অংশ নেন চবি ৩ তম ব্যাচ হতে ৪৪ তম ব্যাচ পর্যন্ত। বাংলাদেশ সরকারের বেশ কজন উপ সচিব সহ অনেক উর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।
অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক। বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তারা।
র্যাব ও পুলিশের কর্মকর্তা। বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ব্যাবসায়ি সহ সকল স্তরের চবিয়ানরা এ মিলন মেলায় প্রাণের টানে ছুটে আসেন।
আ/গ