Logo
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
অনলাইন নিউজ পোর্টাল গনরাজ24- ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও নির্ভিক সংবাদকর্মীরা।  এই তালিকায় আপনাকেও যোগ হবার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি । শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক/সমমান। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । অভিজ্ঞতাঃ গণমাধ্যমে নূন্যতম ১/২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । মোবাইল- 01784-262101, ই-মেইল- gonoraj24@gmail.com
শিরোনাম :
ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া ইউনিয়ন পরিষদে টিসিবি‘র পণ্য বিতরণে অনিয়ম পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় দুর্ধর্ষ চোরি,ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল নবগঠিত শম্ভুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গৌরীপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর ৪১ সদস্য বিশিষ্টি চর নিলক্ষীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ ঐতিহ্যবাহী গৌরীপুর মহিলা কলেজে নবাগত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের যোগদান

মানুষ খুঁজে পাইনা,শুধু ব্যবসায়

মো: বিল্লাল হোসেন
  • আপডেটের তারিখ : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • সময় 3 years আগে
  • ২২৮ বার পড়া হয়েছে
মো: বিল্লাল হোসেন
 নীতি-নৈতিকতা বিবর্জিত ব্যবসায়ীরা পৃথিবী নামক এই গ্রহটিকে দখল করে নিচ্ছে। মানুষের আবাসস্থল গ্রাম আর গ্রামীণ অবকাঠামো দিন দিন হারিয়ে যাচ্ছে। অতল তলে তলিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। হারিয়ে যাচ্ছে মানুষের সরল জীবনপ্রণালি। দাম্ভিকতা আর অর্থের পিছনে ছুটছে সবাই। জীবন যেন এক চলন্ত রেলগাড়িতে পরিণত হয়েছে। সমাজ, ধর্ম,কর্ম সবকিছুই এখন আধুনিক রুপে সজ্জিত। সব কর্মেই এখন মানুষ আর মানবিকতা বোধ  খুঁজে না, খুঁজে শুধু অর্থ। সবকিছু এখন ব্যবসায়। সমাজ, সামাজিকতা ও এখন ব্যবসায় পরিণত হয়েছে।
ধর্ম গুরুদের কাছে ধর্ম এখন একটা গুরুত্বপূর্ণ পণ্য বলে পরিগণিত হচ্ছে। এই পণ্য ব্যবহার করে রাতারাতি হয়ে যাচ্ছ অর্থ -বিত্ত, ক্ষমতা, প্রতি- পত্তি এবং আলোচিত । জন মনে বিভ্রান্তি সৃষ্টি , সমাজে জটিলতার সৃষ্টি করে প্রতিটি ধর্মের ভিতরে বিভিন্ন মতভেদ তৈরি করে, ধর্মের মূলমন্ত্র থেকে সরিয়ে নিচ্ছে। ধর্মের মূলমন্ত্র থেকে সরে পৃথিবী এখন মৃত্যু কূপে পরিণত হয়েছে। একটু লক্ষ্য করলে আমরা দেখবো ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া এবং সর্বশেষ ইউক্রেনে কি হচ্ছে? বিন্দু মাত্র ধর্ম জ্ঞান থাকলে একজন অন্য জনকে হত্যা করতে পরাতো না। পৃথিবীর ইতিহাসে একটি প্রাণী অন্য একটি প্রাণিকে হত্যা করে না। কারণ প্রাণী তার ধর্মে অবিচল। ধর্ম থেকে এক বিন্দু ও বিচ্যুত হয় নি।
মানব ধর্মের দিকে দৃষ্টি দিলে দেখা যায় প্রতিটি ধর্ম তাদের মূলমন্ত্র থেকে সরে দলে উপদলে খণ্ড বিখণ্ড বিভক্ত। এর মূল কারণ ব্যবসায়। ব্যবসায়িদের মূলমন্ত্র হলো মুনাফা অর্জন। মুনাফার জন্য ধর্ম নয় জন্ম দাতাকেও কেউ পণ্যে পরিণত করে। বাংলাদেশের ব্যবসায়ি গণ কখনো কোন মায়ে গর্ভে জন্ম গ্রহণ করেনি। কোন বাবা তাদের জন্ম দেয়নি । যদি তাই না হয় প্রতি নিয়ত ব্যবসায়ের জন্য পণ্যে ভেজাল মিশিয়ে প্রতিনিয়ত পৃথিবী থেকে বিদায় দিতো না তাজা প্রাণ। খালি করতো না অসংখ্য মায়ের কোল। অসংখ্য সন্তান কে করতো না এতিম। শুধু ব্যবসায়ের জন্য, পণ্যে ভেজাল করে বাংলাদেশ এখন মৃত্যু কোপ। শুধু পণ্য নিয়ে যারা ব্যবসা করে তাই নয়,প্রতিটি পেশার সাথে জড়িত সকলেই ব্যবসায়ি।
শিক্ষক এর কথা বলেতে গেলে তারাও এখন ব্যবসায়ি। শিক্ষাকে পণ্য হিসাবে পকেজ করে বিক্রি করে। A+ নামক মেওয়াফল শিক্ষক গণ বিক্রি করে। এমনকি বাড়ি বাড়ি ফেরি করে বেড়ায়। অথচ তারা জানে না শিক্ষক কি? শুধু ব্যবসায়ের জন্য এমন করে।
চিকিৎসা পেশায় জড়িত তারা তো সবচেয়ে বড় ব্যবসায়ী। তারা এখন বাংলাদেশে খসাই শব্দ কে পিছনে ফেলে এগিয়ে গেছেন । এমন না হলে হাসপাতালে সামনে মা সন্তান প্রসব করে মৃত্যু বরণ করে, তাবু সেবা পায় না। কারণ ব্যবসা। চিকিৎসক গণ সরকারি টাকায় লেখাপড়া করে সরকারি হাসপাতালে চাকরি করে সেবা দেয় ক্লিনিকে।
অসহায়ত্ব কে পুঁজি করে অপ্রয়োজনীয় পরীক্ষা বা চেকাপ দিয়ে সর্বস্ব গ্রাস করা এখন চিকিৎসকদের মূলমন্ত্রে পরিণত হয়েছে। অথচ তারা যদি সত্যিকার সেবা প্রদান করতেন, তবে তারা হয়ে উঠতেন দেবদুল্য। শুধু ব্যবসায়ের জন্য এমন কাজ করছেন তারা।
অন্যান সকল পেশায় নিয়োজিত সকলেই যেমন আইনজীবী, বিচারক, সরকারি কর্মচারী-কর্মকর্তা প্রতিটি ক্ষেত্রে সবাই নিজ নিজ অবস্থানে মুনাফা খুঁজে বেড়ান। সকলেই ব্যবসায় নিয়োজিত। আর বড় বড় ব্যবসায়ী যারা আছেন তাদের কোন দিন দেশ, সমাজ, সভ্যতা নিয়ে চিন্তা করার সময় নেই। তাজা প্রাণ কেটে কিডনি, লিভার বিক্রি করা তাদের কাজ। সমাজ বা রাষ্ট্রের কিডনি, লিভার এবং হার্ড বিক্রি করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। শুধু ব্যবসায়ের জন্য।
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই সত্য যে নেই কোন আইন, নেই কোন শাসন,নেই কোন বিচার, নেই কোন কর্ম, নেই কোন ধর্ম। শুধু আছে ব্যবসা আর মুনাফা। ভোগ করতে পারি আর না পারি আমার অবস্থান থেকে শোষণ করে অন্যায় ভাবে অর্থের পাহাড় গড়ে তুলতে হবে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাজারে পণ্য মুল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। জনগণের চাপে সরকার যখন মনিটরিং করছে তখন বাজার থেকে পণ্য ঘায়েব করে দিয়েছেন। সরবরাহ কমিয়ে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। কৃত্রিম সংকট তৈরি করছে। পৃথিবীতে এমন কোন প্রাণী পাওয়া মুশকিল যারা স্ব-জাতীয়র বিপদে পাশে দাঁড়ায় নি। একটা পিঁপড়ে থেকে শুরু করে তিমি পর্যন্ত সকলেই একে অপরের পাশে দাড়ায়। কারণ তারা ব্যবসা করে না।
তারা ব্যবসা বুঝে না। ভবিষ্যতের জন্য সম্পদের পাহাড় গড়তে হবে তাও তারা জানে না। এমনি ভাবে টাকার নেশায় সবাই ছুটতে থাকলে একদিন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পরবে। আসুন আমরা সবাই মানুষ হই,বিবেকবোধ সম্পন্ন মানুষ-চিন্ত শক্তির মানুষ। আল্লাহ সকলকেই মানুষ হওয়ার শক্তি দান করুন।
মো: বিল্লাল হোসেন
সহকারি শিক্ষক
ডৌহাখোলা উচ্চ বিদ্যালয়
গৌরীপুর,ময়মনসিংহ।
আ/গ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© স্বত্ব © ২০২3  গনরাজ24
Support : ESAITBD Software Lab Dhaka