রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :-নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শিশু দিবস পালিত হয়েছ।
১৭ ই মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা, দোয়া মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছেঅ
সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন শেষে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর পথিকৃতিতে জেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের শুরুতেই ময়মনসিংহের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি ফুল দেন ।
এরপর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ জেলা প্রশাসক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ,মহানগর আওয়ামী লীগ সহ, ময়মনসিংহের মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, পুলিশ সুপার, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানো হয় ।
শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাসকিনা খানম সহ শিক্ষক ও কর্মচারী বৃন্দ ।
আ/গ