ময়মনসিংহ প্রতিনিধি:- টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৮ই মার্চ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে ।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয় ।
এরপর সিটি করপোরেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্পের সহযোগিতায় ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত ৫ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুসি আক্তারী মহল ও ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সহধর্মিণী নাসিমা আক্তার মিলা ।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,সচিব রাজীব কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন l