স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে । কর্তব্য পালন কালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে এঅনুষ্ঠান করা হয়। আজ মঙ্গলবার সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।
১লা মার্চ সকালে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে নগরীর পুলিশ লাইন মিলনায়তনে পালিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে নিহতদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ ।
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ্ আবিদ হোসেন( বিপিএম-বার) এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহেতাশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সৈয়দ হারুন অর রশিদ, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ ফারুক হোসেন, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহের বেগম ফাহিমা হোসেন এবং নিহত পুলিশ সদস্যদের পক্ষ থেকে সুজন মিয়া, কফিল উদ্দিন, মোঃ রুকুনুজ্জামান খন্দকার সহ অনেকে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী l
গ/আ