নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সমাবেশকে বাধাগ্রস্থ করার জন্যই নেতা-কর্মীদের গ্রেফতার, ময়মনসিংহে মির্জা ফকরুল। ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলক এবং যুগ্ম সহ-সাধারণ সম্পাদক রাজিব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এসআই রাসুল সামদানী আজাদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর জিলা স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করে।
তেল,গ্যাস,বিদুৎ, চাল,ডালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে এবং টিসিবির’র মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এই সমাবেশে। বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন-সমাবেশকে বাধাগ্রস্থ করার জন্যই ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলক এবংযুগ্ম সহ-সাধারণ সম্পাদক রাজিব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
দ্রব্যমূল্যের উর্ধ্ব প্রতিবাদে ময়মনসিংহে মির্জা ফকরুল ইসলাম আলমগীর: ছবি: গণরাজ
যুবদল নেতাকর্মীদের দাবি, আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা যাতে অংশ নিতে না পারে সজন্যই মূলত গ্রেফতার আতঙ্ক ছড়ানো হচ্ছে। সোমবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গ/ আ