দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্ব গতির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ চলছে।
তেল,গ্যাস,বিদুৎ, চাল,ডালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে এবং টিসিবির’র মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপির আয়োজনে কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতে চলেছে এই সমাবেশে।
সমাবেশে স্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,সংগঠনীক সম্পাদক ইমরান সালে প্রিন্স,ওয়ারেস আলী মামুন।
সঞ্চালনায় আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ,দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম।
গ/আ