Logo
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
অনলাইন নিউজ পোর্টাল গনরাজ24- ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও নির্ভিক সংবাদকর্মীরা।  এই তালিকায় আপনাকেও যোগ হবার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি । শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক/সমমান। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । অভিজ্ঞতাঃ গণমাধ্যমে নূন্যতম ১/২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । মোবাইল- 01784-262101, ই-মেইল- gonoraj24@gmail.com
শিরোনাম :
ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া ইউনিয়ন পরিষদে টিসিবি‘র পণ্য বিতরণে অনিয়ম পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় দুর্ধর্ষ চোরি,ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল নবগঠিত শম্ভুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গৌরীপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর ৪১ সদস্য বিশিষ্টি চর নিলক্ষীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ ঐতিহ্যবাহী গৌরীপুর মহিলা কলেজে নবাগত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের যোগদান

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থানে রাশিয়া, এক পাক্ষিক মোড়লগীরির দিন শেষ যুক্তরাস্ট্রের

বিশ্ব ডেস্ক
  • আপডেটের তারিখ : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • সময় 3 years আগে
  • ১৯৭ বার পড়া হয়েছে
বাইডেন-পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তাতে রাশিয়া বিচলিত নয়, বরং শক্তভাবে সেসব নিষেধাজ্ঞার সাড়া দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সিকে বুধবার এ সম্পর্কে বলেন, ‘রাশিয়া এসব নিষেধাজ্ঞায় বিচলিত নয় এবং শক্তভাবে এসবের জবাব দেওয়া হবে। সেই জবাব হয়তো যুক্তরাষ্ট্রের মতো হবে না, তবে নিঃসন্দেহে দেশটির জন্য স্পর্শকাতর হবে।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও দেশটির সরকারি বাহিনীর হাত থেকে এই দুই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সেনা পাঠানোয় মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে রুশ ব্যাংক ভিইবি ও দেশটির সামরিক বাহিনীর একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে পশ্চিমের দেশগুলো থেকে আর কোনো অর্থ পাবে না রাশিয়া।

এছাড়া, রাশিয়ার প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মঙ্গলবার এক ভাষণে জানিয়েছেন বাইডেন।

পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, রুশ সেনাবাহিনী যদি পশ্চিম ইউক্রেনের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হবে।

বুধবার তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মুখপাত্র বলেন, ‘নিজেদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেই যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা নামের অস্ত্রটির প্রয়োগ করে। এই এককেন্দ্রীক বিশ্বের মোড়ল হওয়ায় এখনও যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আছে।’

‘এর আগেও যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তাতে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি থেমে থাকেনি। এবারও থামবে না।’

‘আমরা একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই— যতই নিষেধাজ্ঞা আসুক. রাশিয়া কোনোভাবেই জাতীয় স্বার্থ ও ভৌগলিক নিরাপত্তার সঙ্গে আপোস করবে না।’

আ/গ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© স্বত্ব © ২০২3  গনরাজ24
Support : ESAITBD Software Lab Dhaka