ময়মনসিংহে সাইফুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ চরাঞ্চলের সেন্টাল স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী সাইফুল হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ফেব্রুয়ারী ২০২২ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভে ময়মনসিংহ সেন্টাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও নিহত সাইফুল এর মা এই হত্যা মামলার বাদী রহিমা খাতুন বাবা, ভাই চাচাসহ শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই ২০২১ শনিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুল ছাত্র সাইফুল ইসলামের উপর নজরুল ইসলাম গং সহ ১০/১২ জন হামলা করে। হামলায় সাইফুল ইসলাম গুরুতর আহত হয়, পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তৎার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এই ঘটনায় ১৪ জুলাই ২০২১ নিহত সাইফুল ইসলাম এর মা, রহিমা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ কোর্টে মামলা করে।
এই হত্যাকে কেন্দ্র করে আজ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাইফুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৭মাস হলো এ মামলায় অনেক আসামিদের নাম এখনো মামলার এজাহারে নথিভূক্ত করা হয়নি। মামলার প্রধান আসামিরা হলেন নজরুল, তানভির, সাব্বির, লিটন, ফয়জল, আলাল, জামাল, সুমন, কাইয়ুম। বাকি আসামি মর্জিনা নাছিমা, রুমেলা নাম চার্জশিটে নেওয়ার জন্য জোড় দাবি জানান মামলার বাদি পক্ষ।
মানববন্ধনে নিহত সাইফুল ইসলামের সহপাঠীরাসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহন করে। মানববন্ধন শেষে তারা সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাইফুল ইসলামের মা মোছাঃরহিমা খাতুন, সহপাঠীদের মধ্যে দেলোয়ার হোসেন, লিপা খাতুন, সর্ণা খাতুন প্রমুখ। এসময় বক্তারা প্রশাসনের কাছে দাবী জানান বাকি আসামীদের নাম চার্জশিটে অন্তরর্ভুক্ত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।
গ/আ