Logo
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
অনলাইন নিউজ পোর্টাল গনরাজ24- ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও নির্ভিক সংবাদকর্মীরা।  এই তালিকায় আপনাকেও যোগ হবার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি । শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক/সমমান। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । অভিজ্ঞতাঃ গণমাধ্যমে নূন্যতম ১/২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । মোবাইল- 01784-262101, ই-মেইল- gonoraj24@gmail.com
শিরোনাম :
ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া ইউনিয়ন পরিষদে টিসিবি‘র পণ্য বিতরণে অনিয়ম পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় দুর্ধর্ষ চোরি,ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল নবগঠিত শম্ভুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গৌরীপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর ৪১ সদস্য বিশিষ্টি চর নিলক্ষীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ ঐতিহ্যবাহী গৌরীপুর মহিলা কলেজে নবাগত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের যোগদান

হাসপাতালে মৃত ঘোষণা পর দাফনের আগে নড়ে উঠল নবজাতক শিশু

রিপোর্টারের নাম :
  • আপডেটের তারিখ : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • সময় 3 years আগে
  • ২০৬ বার পড়া হয়েছে

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া এক নবজাতককে (ছেলে) মৃত ঘোষণার পর জানাজার জন্য গোসল করানোর সময়ে দেখা যায় নবজাতকটি বেঁচে আছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের জামাল হোসেনের স্ত্রী শিউলী আক্তারের প্রসবব্যথা উঠলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার সকাল ৬টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্রসন্তান জন্ম দেন তিনি। কিন্তু জন্মের পর নবজাতককে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টরা।

এরপর হাসপাতালের এক আয়া স্বজনদের কাছ থেকে একটি কাঁথা নিয়ে নবজাতককে মুড়িয়ে মেঝেতে ফেলে রাখেন। কিছুক্ষণ পর নবজাতককে একটি কার্টনে ভরে হাসপাতালের বারান্দায় আরও চার ঘন্টা ফেলে রাখা হয়। পরে নবজাতককে দাফনের জন্য স্বজনদের হাতে তুলে দেয়া হয়। কিন্তু বাড়িতে যাওয়ার পর দাফনের প্রস্তুতি নেয়ার সময় কার্টন খুলে দেখা যায় পা নাড়াচ্ছে ওই নবজাতক।

এরপর দ্রুত তাকে কুমিল্লা নগরীর বেসরকারি একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসকরা ওই নবজাতককে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউতে) ভর্তি করেন। কুমেক হাসপাতালে শুক্রবার (১৭ এপ্রিল) এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয়েছে শনিবার (১৮ এপ্রিল)।

এদিকে শনিবার ঘটনাটি জানাজানি হলে বিষয়টি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেছেন, বিষয়টি তার নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলে এক্ষেত্রে কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন।

অপরদিকে, ওই নবজাতকের স্বজনদের অভিযোগ, চিকিৎসক-নার্স ও আয়াসহ সংশ্লিষ্টদের অবহেলার কারনে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। ওই নবজাতকের বাবা জামাল হোসেন জানান, মৃত ঘোষণার পর বাড়িতে নিয়ে এসে দাফনের প্রস্তুতি নেয়ার সময় দেখি নড়েচড়ে উঠে শিশুটি। পরে দ্রুত তাকে কুমিল্লা নগরীর মুন হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সে মুন হাসপাতালের এনআইসিইউতে রয়েছে। তার মা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর মুন হাসপাতালের এনআইসিইউ ইউনিটের মেডিকেল অফিসার ডা.রাব্বি হোসেন জানান, ওই নবজাতক এখন শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। তবে সাধারণ শিশুদের থেকে অনেক কম শ্বাস-প্রশ্বাস নিচ্ছে সে। আমরা অক্সিজেন দিয়ে শিশুটিকে সুস্থ করে তোলার চেষ্টা করছি

গ/আ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© স্বত্ব © ২০২3  গনরাজ24
Support : ESAITBD Software Lab Dhaka