Logo
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
অনলাইন নিউজ পোর্টাল গনরাজ24- ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও নির্ভিক সংবাদকর্মীরা।  এই তালিকায় আপনাকেও যোগ হবার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি । শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক/সমমান। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । অভিজ্ঞতাঃ গণমাধ্যমে নূন্যতম ১/২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । মোবাইল- 01784-262101, ই-মেইল- gonoraj24@gmail.com
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী শম্ভুগঞ্জ সাংগঠনিক থানার কর্মী সমাবেশ অনুষ্ঠিত নির্বাচনী মাঠে সরব জামায়াতে ইসলামী — শম্ভুগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ বিএনপির ডা. জাহিদ হোসেনকে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহ সদরবাসী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ। ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনকে এমপি হিসেবে দেখতে চেয়ে ময়মনসিংহে লিফলেট বিতরণ ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া ইউনিয়ন পরিষদে টিসিবি‘র পণ্য বিতরণে অনিয়ম পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় দুর্ধর্ষ চোরি,ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল নবগঠিত শম্ভুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

চেতনায় ২১ শে ফেব্রুয়ারী

গণরাজ ডেক্স
  • আপডেটের তারিখ : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • সময় 4 years আগে
  • ২৬০ বার পড়া হয়েছে

তথ্যপ্রযুক্তির যুগে বাংলা ভাষাকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতে হবে। ইন্টারনেট ও ইউটিউবে যখন দেখি সুদূর সিওরা লিয়নের মানুষও ভালোবাসে বাংলাভাষা। তাদের দাফতরিক ভাষা হিসেবে বেছে নিয়েছে আমাদের বাংলা ভাষা। জাতীয় সঙ্গীতটাকেও তারা পরম মমতায় গাইভাবনায় একুশে ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তির যুগে বাংলা ভাষাকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতে হবে।

ইন্টারনেট ও ইউটিউবে যখন দেখি সুদূর সিওরা লিয়নের মানুষও ভালোবাসে বাংলাভাষা। তাদের দাফতরিক ভাষা হিসেবে বেছে নিয়েছে আমাদের বাংলা ভাষা। জাতীয় সঙ্গীতটাকেও তারা পরম মমতায় গাইছেন। তাহলে আমরা কেন বাংলাভাষা থেকে দূরে সরে যাব! শুধু ফেব্রুয়ারি মাসেই কেন বাংলার চর্চা হবে। বাংলাভাষার চর্চা বছরজুড়ে হবে না কেন! উনিশ শ’ বায়ান্ন থেকে দু’হাজার বাইশ সাল। পেরিয়ে গেছে ভাষা আন্দোলনের সত্তর বছর। তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা একুশ নিয়ে কী ভাবছেন, কীভাবে লালন করছেন তারা? একুশে ফেব্রুয়ারির দিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সবাই মিলে স্কুল থেকে দল বেঁধে ভোরবেলা শহীদ মিনারে প্রভাতফেরিতে যাওয়া, মাতৃভাষা দিবস উদযাপনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা ও সেই ছবিটি নিজ ফেসবুক টাইমলাইনে শেয়ার করেই কি একুশে শেষ!

বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের মানুষ নিরীহ বাঙালির প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও আঘাত শুরু করে। বাংলাভাষা ও সাহিত্যের ঐতিহ্য নস্যাৎ করার অপতৎপরতায় লিপ্ত হয়। যার প্রেক্ষাপটে শুরু হয় ভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিকসহ নাম না জানা এদেশের তরুণ ছাত্রসমাজ ও জনতা। তাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। প্রাণের ভাষা বাংলার অস্তিত্ব ও অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে তুমুল আন্দোলনে যেতে বাধ্য হয় বাঙালি। এ আত্মত্যাগে দেশব্যাপী ছড়িয়ে পড়ল বিদ্রোহের আগুন। পরবর্তীকালে নানা ঘাত-প্রতিঘাত, আন্দোলন সংগ্রামের পর বাংলাভাষা পায় পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা। আজ একুশে ফেব্রুয়ারি পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছে স্বীকৃতি। বাঙালি জাতির কাছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে প্রেরণার মাস ফেব্রুয়ারি।

প্রাণের ভাষাকে তরুণ প্রজন্ম আজও ভালোবাসে, অনুভব করে মন থেকে। যে কোনো জাতির সাহিত্য ও সংস্কৃতির মাধ্যম ভাষা। ইতিহাস ও ঐতিহ্যের বাহনও ভাষা। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই, ভাষার জন্য এত মানুষ জীবন দিয়েছে। এত রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার ব্যবহার ও চর্চা সম্পর্কে এখনো তরুণ প্রজন্ম সচেতন নয়। দিন দিন ইংরেজি ভাষায় কথা বলার চর্চা বাড়ছে। অনেকে ইংরেজি ভাষায় কথা বলাকে স্মার্টনেস মনে করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ইতিহাস আমাদের অহংকার। একুশের মধ্যে যে বাঙালি জাতির চেতনা ও আবেগ আছে, তা প্রচণ্ড শক্তি হিসেবে এখনো রয়েছে। আমাদের অস্থি-মজ্জা, ভাষা, সংস্কৃতি ও ইতিহাসে যে চেতনা গাঢ় হয়ে মিশে আছে, তাকে ধ্বংস করা অত সহজ নয়। ভাষা আন্দোলনের মূল দাবি ছিল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ঘটানো। কিন্তু আজও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয়নি। এখনো উচ্চশিক্ষা, অফিস-আদালতে ইংরেজির প্রাধান্য বিদ্যমান। আদিবাসীরা আজও তাদের মাতৃভাষায় পড়ালেখার অধিকার থেকে বঞ্চিত। শুধু মূল্যবোধের অভাবে বাংলাভাষা তার নিজস্বতা হারাচ্ছে।

আশিকুর রহমান টুটুল : শিক্ষার্থী (মাস্টার্স)
সমাজবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ

গ/আ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© স্বত্ব © ২০২3  গনরাজ24
Support : ESAITBD Software Lab Dhaka