ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর কাজী অফিস গলিতে তালাবদ্ধ ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে দুই বোন ও এক ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পোশাক শ্রমিক সুমনের বড় মেয়ে খাদিজা (৫) ছোট মেয়ে রাদিয়া (২) এবং ছেলে ভাই রায়হান (৩)।
ভালুকা থানার ওসি কামাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন সন্তানকে বাসায় রেখে সুমন তার স্ত্রীকে নিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এসময় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পুরো বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া হাত পা উদ্বার করা হয়েছে।
গ/আ