
ময়মনসিংহ, ২ নভেম্বর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শম্ভুগঞ্জ সাংগঠনিক থানার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ পূর্ব বাজারের মকবুল ব্যাপারীর মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শম্ভুগঞ্জ সাংগঠনিক থানা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলাম।তিনি প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শম্ভুগঞ্জ থানার অফিস সম্পাদক তোফাজ্জল আলম, ৭নং চরনিলক্ষিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আতিকুল ইসলাম, ৩৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফারুক ইসলাম, চরঈশ্বদীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মাসুদ, সহ-সভাপতি কালাম মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা মফিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে মাঠে নামতে হবে। সাধারণ ভোটারদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তারা জামায়াতকে একবার ক্ষমতায় দেখতে চায়। তাই আমাদের প্রত্যেক কর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাড়িপাল্লা মার্কার পক্ষে ভোট চাইতে হবে এবং জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে এবং জনগণের আস্থা অর্জনের জন্য সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত নেতারা তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও গতিশীল করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন
গ/আ