
বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনকে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহে সদরবাসীে।
এ উপলক্ষ্যে ২০ অক্টোবর সোমবার বিকেলে ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ বাজারে এক শোভাযাত্রার আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকেলে ময়মনসিংহ নগরের পশ্চিম বাজার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শম্ভুগঞ্জ মেইন বাজার প্রদক্ষিণ করে শম্ভূগঞ্জ বাসস্টেশন ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরার অংশ হিসেবে এবং অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনকে ১৪৮ ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি হিসেবে দেখতে চেয়ে শম্ভুগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
আলোচ্য কর্মসূচিটি পরিচালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আহমেদ। কর্মসূচির অংশ হিসেবে তারা শম্ভুগঞ্জ বাজারের বিভিন্ন দোকান, চা-স্টল, অটোরিকশা ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণের পূর্বে আয়োজিত আলোচনা সভায় তোফাজ্জল হোসেন আহমেদ বলেন, “আমরা ময়মনসিংহ সদরে একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী চাই। অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা, আমরা তাঁকে সদরের এমপি হিসেবে দেখতে চাই। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা তাঁর পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গ/আ