পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় প্রায়ই দুর্ধর্ষ সব চোরি,ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে ময়মনসিংহ অঞ্চলের শম্ভুগঞ্জ থেকে নেত্রকোনা সড়কে।
গত সোমবার দিবাগত রাতে এমনই একটি দৃর্ধর্ষ চোরির ঘটনা ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফকিরের বাড়িতে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়-গত ৮ এপ্রিল রাতে একটি সংঘবদ্ধ চোর চক্র বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। অনুমান করা হয় ঘরের ঘুমন্ত সদস্যদের রুমে স্প্রে করে সাময়িক অচেতন করে ঘরের আলমারির তালা ভেঙ্গে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার যার বর্তমান মূল্য প্রায় দশ লাখ টাকা, এক লাখ ২০ হাজার নগদ টাকা ও একটি ইয়মাহা এম টি ১৫ মডেলের নীল রংয়ের মোটর সাইকেল (যার বর্তমান বাজার মূল্য চার লাখ ৫০ হাজার টাকা) নিয়ে যায়। আনুমানিক ১৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল চোর চক্র নিয়ে গেছে ।
এ বিষয়ে এনামুল আকরাম ফকির বাদি হয়ে ময়মনসিংহ কোতোয়লী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান চৌধুরী জানান অভিযোগটি সম্পর্কে আমি অবগত নই তবে খোঁজ নিয়ে এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।অভিযোটির তদন্ত কর্মকর্তা আল-আমিনকে একাধিক বার ফোন করেও পাওয়া যায় নি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগটির বাদি এনামুল আকরাম ফকির বলেন সোমবার রাতের ঘটনা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তদন্ত করার জন্য কোন পুলিশ ঘটনাস্থলে আসে নি। বিষয়টি নিয়ে আমি খুব হতাশ।পুলিশের নিস্ক্রিয়তার জন্যেই এ ধরণের চোরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা অনেক বেড়ে গেছে।
এসময় তিনি আরও বলেন গত শনিবার দুপুরে রশিদপুর মোড় থেকে এক পখচারী মহিলার টাকাসহ কাঁদের ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে দুই মোটর সাইকেল আরোহী ছিনতাইকারী।কিছু দিন আগে নেত্রকোনা সড়কের শাহবাজপুর মোড় সংলগ্ন এলাকায়া নেত্রকোনা সড়ক অবরোধ করে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে লখাধীক টাকা নিয়ে গেছে এক সংঘবদ্ধ ডাকাত দল । ময়মনসিংহ থেকে নেত্রকোনা সড়কের বিভিন্ন স্থানে প্রায়ই ঘটছে সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।
এবিষয়ে ময়মনসিংহ পুলিশ প্রশাসনের কোন তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগের সুরে বলেন রশিদপুর গ্রামের মানিক মিয়া। পুলিশ প্রশাসনের সঠিক তৎপরতা থাকলে বার বার একই ঘটনা ঘটত না বলে জানান এলাকাবাসী।
আ/গ