দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ্যতা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে যুবদল নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবু জাফর সুমনের আয়োজনে রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ রেলস্টেশন ঈদগাঁ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগী যুবদল কেন্দ্রীয় নির্বহী কমিটি ও ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল।
সভাপতির দায়িত্ব পালন করেন ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক-২ আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবু জাফর সুমন। দোয়া ও ইফতার মাহফিলে যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশে এখন মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে নানা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।
রমজানের এই সিয়াম সাধনায় উন্নত চরিত্র গঠন এবং সামাজিক উন্নয়নে করণীয় ও শিক্ষণীয় বিষয় গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন দোয়া ও ইফতার মাহফিলের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবু জাফর সুমন।