ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে গঠিত সমিতি রোজাদারদের সম্মানে একটি দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করে।
মঙ্গলবার সন্ধ্যায় শম্ভুগঞ্জ পূর্ব বাজার তপন প্লাজায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন এই সংগঠনের সভাপতি আব্দুল্লহ আল মামুন ও সাধারণ সম্পাদক বাবু রাজিব কুমার সাহা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো; নূরুল হক। এসময় অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রমজানের এই সিয়াম সাধনায় উন্নত চরিত্র গঠন এবং সামাজিক উন্নয়নে করণীয় ও শিক্ষণীয় বিষয় গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।।
গ/আ