গৌরীপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্বোগে শিক্ষক-শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
গত ২২ ফেব্রুয়ারী সকালে কলেজ ক্যাম্পাস থেকে বাংলার তাজমহল খ্যাত ঢাকার নারায়ণগঞ্জ এলাকার সোনার গাঁ পানামা সিটি এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের পাশাপাশি এ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান, উপাধ্যক্ষ ড. মো: হারুনুর রশিদ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তাসলিমা আজাদ,প্রভাষক তাহমিনা আক্তার নিম্মি, মো: রাকিবুল হাসান, মো: নজরুল ইসলাম,মো: রাইসুল ইসলাম ও মো: সানোয়ার জাহান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মোস্তাকিমসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।এই শিক্ষা সফরে মনোরম পরিবেশে মনোমুগ্ধকর নানা বিষয় অবলোকন করে দারুণ উচ্ছ্বসি হয় শিক্ষার্থীরা।