ময়মনসিংহ দক্ষিণ জেলার কোতোয়ালী থানাধীন চর নিরনিলক্ষীয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীযতাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির অনোমোদন দেওয়া হয়েছে।
বুধবার সকালে ময়মনসিংহ নগরের নতুন বাজার হরিকিশোর রায় রোড জেলার বিএনপি দলীয় কার্যালয়ে এ কমিটিরি অনোমোদন করেন বাংলাদেশ জাতীযতাবাদী কৃষক দল দক্ষিণ জেলার কোতোয়ালী থানা শাখার আহ্বায়ক মো: মাসুদুর রহমান নির্ভীক,সদস্য সচিব মো: তোয়বুর রহমান তোতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নূরুল ইসলাম কাদেরী বাচ্চু।
৪১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন মো: খাইরুল কবির সরকার পিতা মৃত হাজ্বী আতাউর রহমান সরকার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আ: কুদ্দুছ পিতা মৃত আ: হাসেন,যুগ্ম আহ্বায়ক-১ মো: আমিন মিয়া পিতা কাজীম উদ্দিন মেম্বর,যুগ্ম আহ্বায়ক-২ মো: ফজলুল হক পিতা মো: জয়ন উদ্দিন, সদস্য সচিব হিসেবে রয়েছেন মো: জুয়েল মন্ডল পিতা আবুল কাশেম মন্ডল।অনুমোদিত কমিটির বাকিরা সকলেই সদস্য।
আ/গ