ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক আনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার।
সকাল ১১.০০ ঘটিকায় কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে জাতীয় সংগীত ও শিক্ষার্থীদের অংগ্রহনে আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শণ করা হয় কলেজেরে নিজস্ব খেলার মাঠে।দিন ব্যাপী খেলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগীতা, গোলক নিক্ষেপ,চাক্তি নিক্ষেপসহ নানা খেলা। দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক আনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রওশন আরা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ।অন্যান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।খেলায় অংশ গ্রহণ করবেন অত্র কলেজের শিক্ষার্থীরা।
ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফলের জন্য অত্র এলাকায় বিখ্যাত ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ। মনোরম পরিবেশ ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে নারী শিক্ষার এক তীর্থ স্থানে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।
এখানে একাদশ-দ্বাদশ,ডিগ্রির পাশাপাশি কারিগরি ও উন্মুক্ত শিক্ষা কর্যক্রম চালু রয়েছে। রয়েছে মানবিক,ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের স্বানামধন্য নানা স্থানে কৃতিত্বের সাথে কাজ করছেন।
আ/গ