ঐতিহ্যবাহী গৌরীপুর মহিলা কলেজে নবাগত অধ্যক্ষ হিসেবে মো: মাহবুবুল আলম খান ও উপাধ্যক্ষ হিসেবে ড. মো: হারুনুর রশিদ যোগদান করেছেন।
গত এক ফেব্রুয়ারী ২০২৫ তারিখ সকালে এই অধ্যক্ষ ও উপাধ্যক্ষদ্বয় যোগদান করেন।
গৌরীপুর মহিলা কলেজের স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে এক অনারম্বরপূর্ণ আন্তরিক পরিবেশে এক অনুষ্ঠানের মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে বরণ করে নেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাগণ।
বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ তাঁর এক বক্তব্যে বলেন-ঐতিহ্যবাহী ময়মনসিংহ অঞ্চলের নারী শিক্ষায় অগ্রগন্য ভুমিকা রাখছে এই গৌরীপুর মহিলা কলেজ, আসুন আমরা সকলে মিলে এক সাথে এই অঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে কাজ করি।
উপাধ্যক্ষ বলেন-ময়মনসিংহ অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং-এ ষষ্ঠ স্থান অর্জণকারী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী গৌরীপুর মহিলা কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে তীর্থস্থান হিসেবে ভূমিকা পালন করছে। আমরা সকলে এই শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করতে চাই।কাজ করতে চাই এই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নেও।
স্টাফ কাউন্সিলেন সেক্রেটারি সহকারি অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক বলেন-দীর্ঘদিন অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ শূন্য থাকায় কলেজের কাজে বিঘ্ন ঘটছিল, আজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদ্বয়কে পেয়ে আমরা খুব আনন্দিত, আমরা সামনের দিনগুলোত বিজ্ঞ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দিক নির্দেশনায় এক সাথে কাজ করতে চাই।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি নানা চড়াই উথড়াই পেরিয়ে সুনামের সাথে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে।বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচটি বিষয়ে(রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম,মনোবিজ্ঞান,বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)অনার্স কোর্চ চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রায় দুই হাজারের উপরে শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।সরকারি-বেসরকারি,দেশে-বিদেশে নানা স্থানে নানা কর্মক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কাজ করছেন।