দুই দিন ব্যাপী শম্ভুগঞ্জ ইউ.সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক আনুষ্ঠানের বুধবার ছিল প্রথম দিন। সকাল ১১.০০ ঘটিকায় কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে জাতীয় সংগীত ও শিক্ষার্থীদের অংগ্রহনে আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শণ করা হয় বিদ্যালয়ের খেলার মাঠে।দিন ব্যাপী খেলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগীতা, গোলক নিক্ষেপ, মোরগ লড়াইসহ নানা খেলা।
দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক আনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি সহকারী কমিশনার(শিক্ষা ও আইসিটি) মুনমুন আক্তার আশা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরনিলক্ষীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন নূর মোহাম্মদ মীর।
অন্যান্য অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহা্জ্ব মো: আবুল হোসেন ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।খেলায় অংশ গ্রহণ করবেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আ/গ