আগামী বুধ-বৃহস্পতিবার দুই দিন ব্যাপী শম্ভুগঞ্জ ইউ.সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ১১.০০ ঘটিকায় এ অনুষ্ঠানটি শুরু হবে বিদ্যালয়ের খেলার মাঠে।
দুই দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক আনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম প্রিন্সের।অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় থাকবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহা্জ্ব মো: আবুল হোসেন ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।খেলায় অংশ গ্রহণ করবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আ/গ