ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ বাজার এলাকায় সুস্থ্য সাংবাদিকতা ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের যাত্রা শুরু।
গত ৭ ফেব্রয়ারি শুক্রবার বিকেলে এই ক্লাবের উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে সাংবাদিকতা, সাহত্যি ও সস্কৃতির বিকাশ ও উন্নতির জন্য কর্মতৎপরতা গ্রহণ, সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীদের প্রতিভা বিকাশ এবং সুস্থ্য ধারার সমাজ বিনির্মাণে সাহায্য , ক্লাব সদস্যদের নির্দোষ চিত্ত বিনোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এই ক্লাব গঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের সভাপতি। এতে ক্লাবের সভাপতির দায়িত্ব পান সাংবাদিক ও প্রভাষক মো: আনোয়র হোসেন ফকির, সাধারণ সম্পাদক হন আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ সোহানুর রহমান সোহান। কমিটিতে অন্যান্যদের মধ্যে উপদেষ্টা হিসেবে আছেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান ফকির, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, চরনিলক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহম্মদ মীর, দেশ বরেণ্য কবি আশরাফ মীরসহ মোট ১৯ জন।
৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটিতে আরও আছেন সংস্কৃতি ব্যক্তিত্ব সহ-সভাপতি বাবু রাজিব কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক মীর রাফিউল করিম সুমন,কলেজ শিক্ষক আবদুল কাদির প্রমুখ। যুগ্ম সম্পাদক পদে আছেন কলেজ শিক্ষক মো: নজরুল ইসলাম, বাবু রিংকু সাহা, সাংবাদিক নাজমুল হক,সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসাইন, নাট্য ও প্রমোদ সম্পাদক কবি মিঠুন দত্ত্, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি ডা.ইলিয়াশ পারভেজ শিহাব প্রমুখ। ক্লাবের মোট সদস্য সংখ্যা ১০৬ জন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিব সারোয়ারে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহসান উল্লাহ আনার, শাহ হুমায়ন কবির, পল্লী চিকিৎসক হারুন অর রশিদ,ডা. রেজা হাসান ত্বকি প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাবু রাজিব কুমার সাহা।
অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন সুস্থ্য সাংবাদিকতার পাশাপাশি প্রমিত বাংলা ও শুদ্ধ ভাষা প্রয়োগের চর্চা করতে হবে।আলোচনা শেষে কমিটি ঘোষণা, সাইন বোর্ড টানানো ও ফিতা কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।