সরকারের দায়িত্বজ্ঞানহীনতা এখন প্রমাণিত -মন্ব্য করেছেন জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনিে আরও বলেন সরকার দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারে জাতীয় অর্থনীতিকে দেউলিয়ার শেষ প্রান্তে নিয়ে গেছে। সমাজে যেখানে পাঁচ ছয় কোটি মানুষ কর্মহীন সেখানে সরকার প্রতিনিয়ত ভোগ বিলাসী প্রজেক্ট গ্রহণ করছে, নির্বাচনী তামাশার নামে আট হাজার কোটি টাকার ইভিএম মেশিন কিনছে। এমন দায়িত্বজ্ঞানহীন এবং মানসিক ভারসাম্যহীন সরকার বিশ্বে বিরল।
গত ২২ অক্টোবর সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ময়মনসিংহ জেলা ও মহানগর জেএসডির কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বরেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন আরো বলেন, আইনি আবশ্যিকতা ছাড়া, বিরোধী দলের উপর হামলা মামলা বা আক্রমণের কোন কর্মকান্ডই বৈধতা পেতে পারে না। বিরোধী দলের গণতান্ত্রিক সমাবেশকে বাধাগ্রস্ত করায় সরকারের নিম্নমানের মানসিকতার প্রকাশ পাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে সাংঘাতিক অবিচারকে প্রশ্রয় দিয়ে আইনের শাসনের বাস্তবায়নকে দুরুহ করে ফেলছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাঝে ব্যাপক গণজাগরণের মধ্য দিয়ে সমাজের নৈতিক চেতনার পুনরুজ্জীবন ঘটাতে হবে। এই পুনরুজ্জীবিত গণশক্তিই রাষ্ট্র রূপান্তরের প্রক্রিয়া শুরু হবে।কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা জেএসডির আহবায়ক অ্যাডভোকেট মিয়া হোসেন।
এসময় সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমির উদ্দিন, অ্যাডভোকেট তাজ উদ্দিন সবুজ ,কামরুল আহসান অপু ,কালাম মন্ডল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সুলতান মাহমুদ তরফদার, গণধিকার পরিষদের জেলা আহবায়ক মিসেস রাহাত জাহান হোসেন প্রমুখ।
কাউন্সিলর অধিবেশনে অ্যাডভোকেট মিয়া হোসেনকে সভাপতি, সাইফুল ইসলাম ফকিরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি এবং অ্যাডভোকেট মুজিবুর রহমানকে সভাপতি, আব্দুর হান্নান সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়।
আ/গ