রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের তিনটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে।
২৪ মে মঙ্গলবার রাতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ মোহিত উর রহমান শান্ত’র স্বাক্ষরিত চিঠিতে এ কমিটি ঘোষণা প্রকাশ করা হয়।
আগামী ৩ বছরের জন্য ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর অন্তর্গত ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে । । নতুন কমিটিতে নেতৃত্বে আশা নেতৃবৃন্দ বুধবার বিকেলে আনন্দ মিছিল বের করে ।
তিন ওয়ার্ডের কমিটিতে আসা নেতৃবৃন্দ হলেন, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক ইঞ্জি: মোঃ আশরাফুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান চৌধুরী হীরা । ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজালাল হৃদয়, সাধারণ সম্পাদক ফজলুল হক উজ্জল । ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক- শাহ আলম শেখ মাসুম ।
উক্ত স্বাক্ষরিত চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় ।
আ/গ