ময়মনসিংহে এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা, বাদীর বাড়ি-ঘরে হামলা করে মামলা তোলে নেওয়ার হুমকীর অভিযোগ উঠেছে আসামী পক্ষের লোকজন উপর।
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:- গত ১১ মার্চ শুক্রবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়নের টুমপাড়া গ্রামের লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী লাবনী আক্তাকে অপহরণের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় অপহৃতের মামা তাইজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। আবার এই মামলা তুলে নিতে আসামিদের পক্ষ থেকে বাদীর বাড়িঘর হামলা ও এমনকি বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিম লাবনী আক্তার ১১ই মার্চ শুক্রবার বিকালে শম্ভূগঞ্জ বাজার থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় হলুদের হ্যাচারীর সামনে আসলে একই এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া মেয়েটিকে জোড়পূর্বক অপহরণ করে মিয়ে যায়। এসময় তাকে সহযোগীতা করে প্রতিবেশী জৈনুদ্দিন ও সাইদুল।
এমন খবরে লাবনীর লোকজন আশেপাশে সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে কোতোয়ালি থানায় জানিয়ে পরবর্তীতে কোর্টে আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধীনী /০৩) এর ৭/৩০ ধারা বিধান মোতাবেক অপহরণ মামলা দায়ের করেন লাবনীর মামা মোঃ তাইজুল ইসলাম । অপরদিকে আসামিদের দ্বারা বাদী পক্ষের লোকজনের বাড়ি-ঘর ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ায় মামলার বাদী তাইজুল ইসলাম নিজের নিরাপত্তা জনিত কারণে ময়মনসিংহ ম্যাজিস্ট্রেট কোর্টে আবারও গত ১৮ এপ্রিল সোমবার ১০৭/১১৭(সি)ফৌ:কা:বি: ধারায় একটি অভিযোগ দায়ের করেন ।
মামলার বাদীর পক্ষ থেকে অপহৃত ছাত্রী লাবনী আক্তার কে দ্রুত উদ্ধার করে এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান । বর্তমানে অপহরণ মামলাটি ময়মনসিংহের পিবিআই এর তদন্তাধীন রয়েছে । দায়িত্বরত এসআই জহিরুল ইসলাম জানান মামলাটিকে আমলে এনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে ।