সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, আনন্দ মোহন কলেজ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
আজ ১৮ এপ্রিল ২০২২,শিক্ষা, সংস্কৃতি,মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে ব্রতী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, আনন্দ মোহন কলেজ শাখার ৯ম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। উক্ত কাউন্সিলে আলোচক উপস্থিত ছিলেন বাসদ( মার্কসবাদী), ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত দাস এবং সদস্য গৌতম কর।
কাউন্সিল বৈঠক জুয়েল আহমেদ এর সঞ্চালনায় ও এ. কে. এম. আরিফুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নেতৃবৃন্দ বলেন, আনন্দ মোহন কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ হওয়ার পরেও এখানে শিক্ষাব্যয় বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর বিভিন্ন ধরনের ফি বৃদ্ধি পাচ্ছে। আবাসন সংকট থাকার কারণে শিক্ষার্থীদের মেসে থাকতে হচ্ছে অথবা বাড়ি থেকে এসে ক্লাস করতে হয়। পর্যাপ্ত পরিবহণ সার্ভিস না থাকায় ক্লাস করতে অসুবিধা হয় ছাত্রদের।
লাইব্রেরী- সেমিনারে পর্যাপ্ত বই এর অভাব রয়েছে। এতে শিক্ষার্থীদের বই কিনতে হচ্ছে। ক্লাসরুম ও শিক্ষক সংকট রয়েছে এ কলেজে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ না থাকায়, ছাত্র সংগঠন গুলো গণতান্ত্রিক চর্চা করতে পারছে না। তাই এসব সমস্যা সমাধানের জন্য সকলকে একতাবদ্ধ করে, ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য নির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান।
কাউন্সিলের মাধ্যমে জুয়েল আহমেদ কে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলাম রোমান কে সদস্য সচিব নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে নব নির্বাচিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়।
নব নির্বাচিত কমিটিঃ
আহ্বায়কঃ জুয়েল আহমেদ, মাস্টার্স শেষ পর্ব, ইংরেজি বিভাগ।
সদস্য সচিবঃ মো. রাকিবুল ইসলাম রোমান, ১ম বর্ষ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ।
সদস্যঃ
১. রাজন দাস, মাস্টার্স শেষ পর্ব, বাংলা বিভাগ।
২. সাখাওয়াত পলক, ৩য় বর্ষ, ফিন্যান্স বিভাগ।
৩. মো. আরিফ মাহমুদ, ৩য় বর্ষ, পদার্থ বিদ্যা বিভাগ।
৪. মো. নাজমূল ইসলাম রাজু, ৩য় বর্ষ, সমাজবিজ্ঞান বিভাগ।
৫. পিনাক রঞ্জন পাল, ২য় বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ।
৬. মোহাম্মদ রাফি, ২য় বর্ষ, হিসাব বিজ্ঞান বিভাগ।
৭.মো. দেলোয়ার হোসেন, ২য় বর্ষ, ইংরেজি বিভাগ।
৮. মেহেরাব হোসেন সুমন, ২য় বর্ষ, উদ্ভিদ বিদ্যা বিভাগ।
৯. মোস্তাফিজুর রহমান, ২য় বর্ষ, মার্কেটিং বিভাগ।
১০. মোছা. সুস্মিতা শিমু, ১ম বর্ষ, গণিত বিভাগ।
আ/গ