মেছুয়া বাজারের সমস্যা সমাধানে ময়মনসিংহ সিটি মেয়র টিটুর নির্দেশে মাঠে নেমেছেন কর্তৃপক্ষ
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:-ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপাড়স্থ মেছুয়া বাজারে চৌকি পেতে পুরোনো হকার উচ্ছেদ করে নতুন হকার বসানোর পর দ্বন্দ্ব সহ নানা সমস্যা সৃষ্টি এবং পালিকা মার্কেট মোড় হইতে মেছুয়া বাজার মুখ পর্যন্ত বাজারটি আগামী ১বছরের জন্য লীজ নেয়ার সংবাদ ছড়িয়ে পড়লে মেছুয়া বাজারের আইন-শৃংখলার অবনতি ঘটে ।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় রবিবার সকালে বাজার পরিদর্শক চলতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী সহ সিটি সিটি কর্পোরশন লোকজন বাজার শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে রাস্তা প্রশস্ত করণসহ সর্বসাধারণের চলাচলের উপযোগী করার লক্ষ্যে কাজ করে ।
এতে দখলে থাকা চারটি চৌকি উচ্ছেদ করে এবং মুরগি ব্যবসায়ী মোছাম্মদ হ্যাপি, কাঁচামাল ব্যবসায়ী মোঃ মফিদুল হক সহ ৪জন পুরানো হকার বসার স্থান পেয়েছে । হ্যাপি সাংবাদিকদের জানান আমি ৩০ বছর ধরে এখানে মুরগি বিক্রি করছি. হঠাৎ আমাকে এখান থেকে তুলে দেওয়ায় আমি ও আমার ক্যান্সারে আক্রান্ত মেয়েকে নিয়ে কষ্টে পড়ে গেছিলাম । ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটুর আন্তরিকতায় আজ আমি আমার চৌকি ফিরে পেয়েছি ।
মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির উপদেষ্টা মোহাম্মদ লিটন খান বলেন মেয়র টিটু ভাই ময়মনসিংহ থাকলে এমন সমস্যা সৃষ্টি হতো না যাই হোক তিনি এই বিষয়টি সুনজরে এনে সমাধানের লক্ষ্যে কাজ করছেন এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ এবং তার সার্বিক মঙ্গল কামনা করছি । হকার টোটন বণিক, নিতাই পাল সহ কয়েকজন জানান,আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসার মাধ্যমে রুটি রোজগার করে আসছি আজ আমাদের তুলে দেওয়ায় বড় কষ্টে আছি ।
আমরা মেয়র টিটু ও ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মুদি দোকানদার অসীম বনিক জানান, এ বাজারে বিগত সময়ে কোন সমস্যা ছিল না, আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি, কিন্তু হঠাৎ করে হকার উচ্ছেদ নিয়ে সৃষ্টি হওয়ার সমস্যা সমাধানের লক্ষ্যে সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছে দেখে অনেকটা স্বস্তি ফিরে পাচ্ছি ।
আ/গ