রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন করেছে সকল ধর্ম-বর্ণের মানুষ।
উজ্জ্বল হোক গৌরবে, সবার জীবন পুষ্পিত হোক বিকশিত হোক সৌরভে এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে ।
পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নাল আবেদিন পার্ক সংলগ্ন বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয় ।
শোভাযাত্রাটি উদ্বোধনের সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, সাংস্কৃতিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়া উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন ।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বৈশাখের রং লাগাও প্রাণে’ ও চিত্রাংকন প্রতিযোগিতা, বৈশাখী মেলাসহ নানা কর্মসূচি পালন করে । বর্ষ বরণ উদযাপন উপলক্ষ্যে মূল অনুষ্ঠান মালার সাথে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করে।
ময়মনসিংহ সদরের ৪৬নং রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গল শোভাযাত্র বের হয়। এসময় রাঘবপুর সরকারি প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা নাজনিন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মহিব উল্লাহসহ সকল শিক্ষক ও ছাত্র ছাতীগণ উপস্থিত ছিলেন।