ময়মনসিংহে ৭ দিন ব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হল চত্বরে ৭ দিন ব্যাপী মেলাটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা ইউসুফ আলী, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান প্রমুখ ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় ৪৮ জন উদ্যোক্তার অংশ নেয়া ৫০ টি স্টল পরিদর্শন করেন । গত দুই বছরে করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে ১১-১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে রাত ০৯:০০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ টাউন হল চত্বরে বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২২ আয়োজন করা হয়েছে ।
বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগে এই মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় শুধুমাত্র এসএমই উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন। ।
আ/গ