পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক Ernest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে)। গল্পটি মাত্র ৬টি শব্দে লেখা।
এই ধরনের গল্পগুলো ‘ফ্লাশ ফিকশন’ হিসেবে পরিচিত। এগুলো এক একটি সম্পূর্ণ গল্প। যা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, কিন্তু তার একটি রেশ পাঠকের ভেতর থেকে যায়।
কথিত আছে, আর্নেস্ট হেমিংওয়ে একদিন তার অফিসের কলিগদের সাথে ১০ ডলারের বাজি ধরেন যে, তিনি মাত্র ৬টি শব্দ দিয়ে একটি সম্পূর্ণ গল্প লিখতে পারবেন এবং তিনি বাজি জিতেছিলেন।
তার গল্পটি ছিলঃ
“For sale : Baby shoes. Never worn.”
বাংলা অনুবাদঃ
“বিক্রির জন্য : শিশুর জুতা। ব্যবহৃত নয়।”
কিছু বুঝতে পারলেন? গল্পটির ভেতর একটা রহস্য লুকিয়ে আছে। গল্পটির ভাবার্থ, ”বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি।”
শিশুর জন্য মায়ের অনুভূতি। কী ভীষণ বেদনাদায়ক, তাই না!
মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
আর্নেস্ট হেমিংওয়ে,নোবেল পুরস্কার প্রাপ্ত মার্কিন গল্প লেখক।
আ/গ