Logo
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
অনলাইন নিউজ পোর্টাল গনরাজ24- ইতিমধ্যে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও নির্ভিক সংবাদকর্মীরা।  এই তালিকায় আপনাকেও যোগ হবার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি । শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক/সমমান। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । অভিজ্ঞতাঃ গণমাধ্যমে নূন্যতম ১/২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । মোবাইল- 01784-262101, ই-মেইল- gonoraj24@gmail.com
শিরোনাম :
ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া ইউনিয়ন পরিষদে টিসিবি‘র পণ্য বিতরণে অনিয়ম পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় দুর্ধর্ষ চোরি,ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল নবগঠিত শম্ভুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গৌরীপুর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর ৪১ সদস্য বিশিষ্টি চর নিলক্ষীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ ঐতিহ্যবাহী গৌরীপুর মহিলা কলেজে নবাগত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের যোগদান

চন্দ্রবিন্দু যেখানে শব্দের অর্থ পরিবর্তন করে

গণরাজ ডেক্স: সাহিত্য
  • আপডেটের তারিখ : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • সময় 3 years আগে
  • ২২৮ বার পড়া হয়েছে
চন্দ বিন্দু। ছবি: সংগৃহীত।
আঁজি (রেখা), আজি (অদ্য)
আঁট ( দৃঢ়তা), আট (৮ সংখ্যা)
আঁটা (সংকুলান হওয়া), আটা (গমের গুঁড়ো)
আঁটি (ফলের বিচি), আটই (মাসের আট তারিখ)
আঁতেল (পণ্ডিত), আতেলা (তেলহীন)
আঁধার (আলোহীন), আধার (মাছ/পাখির খাদ্য)
আঁধি (অন্ধকার করা ধূলিঝড়), আধি (বর্গা)
আঁশ (তন্তু, মাছের শল্ক), আশ (আশা)
উঁকি (লুকিয়ে দেখা), উকি (হেঁচকি)
কাঁক (কোমর), কাক (পাখিবিশেষ)
কাঁচা (অপক্ব), কাচা (ধোয়া)
কাঁজি (অম্লজল), কাজি (পদবিবিশেষ)
কাঁটা (কণ্টক), কাটা (কর্তন করা)
কাঁঠি (জালের গুটিকা), কাঠি (সরু শলাকা)
কাঁড়া (ছাঁটা), কাড়া (কেড়ে নেওয়া)
কাঁদা (ক্রন্দন), কাদা (কর্দম)
কাঁসি (কাঁসার বাদ্যযন্ত্র), কাশি (রোগবিশেষ)
কুঁচ (গুঞ্জাফল), কুচ (স্তন, পয়োধর)
কুঁচানো (কুঞ্চিত), কুচানো (কুচিকুচি করে কাটা)
কুঁড়া (খনন করা, খোঁড়া), কুড়া (ঝাঁট দেওয়া)
কুঁড়ি (মুকুল), কুড়ি (২০ সংখ্যা)
কোঁচ (বর্শা), কোচ (উপজাতিবিশেষ)
খাঁ (পদবি); খা (খাওয়ার আদেশ)
খাঁই (লোভ, চাহিদা); খাই (আহার করি)
খাঁট (শঠ); খাট (খাটিয়া)
খাঁড়া (খড়গ); খাড়া (সোজাভাবে দাঁড়ানো)
খাঁড়ি (গোটা, আস্ত); খাড়ি (নদীর মোহনা)
খাঁদা (বোঁচা, থ্যাবড়া); খাদা (গর্ত, খাদ)
খুঁট (কাপড়ের প্রান্তভাগ); খুট (অনুকার শব্দ)
খুঁড়া (খনন করা); খুড়া (কাকা, চাচা)
খোঁজা (সন্ধান করা); খোজা (খাসিকরণ)
খোঁয়াড় (পশু-কারাগার); খোয়ার (দুর্গতি)
গাঁ (গ্রাম); গা (শরীর)
গাঁই (ব্রাহ্মণদের শ্রেণিবিভাগ); গাই (গাভি)
গাঁজন (পচন); গাজন (গম্ভীরা)
গাঁতা (দলবদ্ধভাবে কাজ); গাতা (গায়ক)
গাঁথা (গ্রন্থন করা); গাথা (কাব্য)
গাঁদা (ফুলবিশেষ); গাদা (স্তুপ)
গুঁড়া (চূর্ণ, রেণু); গুড়া (নৌকার আড়কাঠ)
গুঁড়ি (কাণ্ড); গুড়ি (নিঃশব্দে গুটিসুটি হয়ে থাকা)
গুঁড়িগুঁড়ি (বিন্দুবিন্দু); গুড়িগুড়ি (ধীরগতিতে)
গেঁট (অনড়, আঁটোসাঁটো); গেট (ফটক)
গেঁয়ো (গ্রাম্য); গেয় (গাওয়ার উপযুক্ত)
গোঁ (জিদ, একরোখামি); গো (গোরু)
গোঁড় (নাভির স্ফীত মাংসপিণ্ড); গোড় (গোড়ালি)
গোঁড়া (অন্ধবিশ্বাসী); গোড়া (মূল)
গোঁপ (গুম্ফ, গোঁফ); গোপ (গো-রক্ষক)
সংকলক : ডা. নাজমুল হাসান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© স্বত্ব © ২০২3  গনরাজ24
Support : ESAITBD Software Lab Dhaka