ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে চার দিন ব্যাপী আকিজ মটরসের বিভিন্ন ধরনের গাড়ির বর্ণাঢ্য মেলা।
আজ ২২ মার্চ ২০২২ মঙ্গলবার বিকেলে ময়মনদসিংহের দিঘারকান্দার ঢাকা বাইপাস মোড় এলাকায় চার দিনব্যাপী বিভিন্ন ধরনের গাড়ির বিশাল এ মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশের নেতৃস্থানীয় এবং স্বনামধন্য অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত আকিজ গ্রুপ। ১৯৩৮
সালের দিকে ক্ষুদ্র পরিসরে অল্প পুঁজি নিয়ে ট্রেডিং ব্যবসা শুরু করেন মরহুম জনাব শেখ আকিজ উদ্দিন। তার অক্লান্ত
পরিশ্রমের মাধ্যমে আকিজ গ্রুপ আজ বাংলাদেশে এক অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিতি পেয়েছে দেশবিদেশে।
মরহুম শেখ আকিজ উদ্দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পঞ্চাশের দশকে গড়ে তুলেন বিড়ি ও পাট এর
ব্যবসায় এবং এই ব্যবসায়ের মাধ্যমে সাফল্য আসে আকিজ পরিবারে। বর্তমানে প্রায় ১ (এক) লক্ষের অধিক
কর্মকর্তা,কর্মচারী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে যার বিনিময়ে অর্জিত হয়েছে রপ্তানি ট্রফি (স্বর্ণপদক) পাট ও চামড়া
ব্যবসায় বৃহৎ রপ্তানিকারক হিসেবে।
আকিজ গ্রুপ বিভিন্ন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করে একাধিক শিল্প ও কলকারখানা গড়ে তুলেছে দেশের বিভিন্ন জায়গায়। বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হচ্ছে-বিড়ি,পাটের সুতা,ক্রাষ্ঠ ও ফিনিসড লেদার,জুতা, টেক্সটাইল, প্রিন্টিং ও
প্যাকেজিং,পার্টিকেল বোর্ড,খাদ্যও পানীয়, সিমেন্ট, সিরামিক, সিকিউরিটিজ (শেয়ার কেনা,বেচা),কম্পিউটার
হার্ডওয়্যার এবং সফটওয়্যার,দেশের বিভিন্ন স্থানে সি.এন.জি ও এলপিজি ষ্টেশনের মাধ্যমে গ্যাস বিক্রয় এবং
বিভিন্ন ধরনের গাড়ির ব্যবসা অন্যতম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আকিজ মটরসের প্রধান সর্নোবী শেখ আসমন উদ্দীন
চায়নার বিখ্যাত মটর কোম্পানী সিনোট্রাক এর গাড়িগুলো এখন থেকে আকিজ মটরস বাজারজাত করছে আকিজ মটরস।নতুন মডেলের ৪,৫,৭,১৫,২৩,২৫ ও ৪৫ টনের রাজদূত, রফরফ, রুস্তম,শক্তিমান,তুফান ও হাতি মডেল বাজারজাত করছে চায়না সিনো ট্রাক কোম্পানির সহযোগিতায়। সকল দিক বিবেচনা করে বাজারে আকিজ নিজস্ব সুনাম ধরে রেখে কাজ করে যাচ্ছে গাড়ির জগতে। কোয়ালিটির
কথা মাথায় রেখে সাশ্রয়ী মুল্যে অরজিনাল ইসুজু ইঞ্জিন দ্বারা ১ টন,১.৫ টন,৩ টন এবং৩.৫ সি বি এম ছোট ডাম্প
ট্রাক গাড়ি সংযোজন করে বাজারজাত করছে যা ক্রেতাকে আকৃষ্ট করছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আকিজ মটরসের প্রধান আকিজ মটরসের প্রধান সর্নোবী শেখ আসমন উদ্দীন। এ সময়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রডে অফ এইচ দড টি রমা, কামরুল ইসলাম মামুন, রডে অফ এল দড টি আহনায়া রােহসন,
সহকারী ব্যবস্থাপক রসাহলোনা আগাদম। আগামী ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় চার দিনব্যাপী বিভিন্ন ধরনের গাড়ির বিশাল এ মেলা শেষ হবে।
আ/গ