বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে খবারের দাম কমানোসহ সংকট নিরসনে ১০ দফা দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল ও সমাবেশ করেছে।
আজ ২১মার্চ সোমবার দুপুরে বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এ কর্মসূচি পালনা করা হয়েছে।
সপ্তাহে সাতদিন লাইব্রেরি ও বাসট্রিপ চালু রাখা,টিএসসিতে খাবারের মান বাড়ানো ও দাম কমানো, আসন সংখ্যা বৃদ্ধি করা, চা ও রাতের খাবার চালু করা, ক্যাম্পাসে ভারী ও দ্রুত গতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, সেশনজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সহ দশ দফা দাবিতে বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মিছিলটি জব্বার মোড়স্থ সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে কে. আর. মার্কেট প্রদক্ষিণ করে টিএসসি এসে শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক রিফা সাজিদার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায় এবং সভাপতিত্ব করে সহ-সভাপতি গোবিন্দ দাস চন্দন।
সমাবেশ থেকে বক্তারা বলেন, ” করোনার পর ক্যাম্পাস দীর্ঘদিন হলো চালু হয়েছে কিন্তু এখনো সকল বাসট্রিপ চালু করা হয়নি। টিএসসিতে খাবার চালু হলেও চা সরবরাহ করা হয় না। খাবারের মানও ভালো নয়। দাম আগের চেয়ে বেশি। শুক্র-শনিবারে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ থাকে বেশি অথচ এই দুইদিনই লাইব্রেরি চালু থাকে না।
” বক্তারা আরও বলেন, ” বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শিক্ষার্থীদের পড়াশোনা পূর্ণ পরিবেশ তৈরি করে দেয়া। কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে শিক্ষার্থীরা সেই পরিবেশ পাচ্ছে না। হলে হলে সীট সংকট। একটা বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। ” বক্তারা দশ দফা দাবির পক্ষে সকল শিক্ষার্থীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে স্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানান।
আ/গ