স্টাফ রিপোর্টার : – ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চলছে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র উপকারভোগী ও শিশুদের মাঝে নানা সামগ্রী বিতরণ।
১৭ই মার্চ থেকে ২৩মার্চ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এতে সরকারি-বেসরকারি সহ বিভিন্ন স্টল অংশগ্রহণ করে । গত শনিবার সকালে মেলায় অংশগ্রহণকারী ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তর এর স্টলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার উপকারভোগী ও তার শিশু সন্তানের জন্য স্যানিটাইজার, মাক্স, ওরস্যালাইন, নাস্তা ডানো মিনি প্যাক দুধ, হেলথক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।
এসময় ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক ফেরদৌসী বেগম, পরিবার পরিকল্পনা ময়মনসিংহের উপপরিচালক মেহেরুন্নেছা সিদ্দিকী সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন l
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানাযায়, ১৯ মার্চ শনিবার থেকে ২৩ মার্চ পর্যন্ত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ২৬ হাজার ৫০জন উপকারভোগীএই সেবা গ্রহণ করতে পারবে।
আ/গ