স্টাফ রিপোর্টার :-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়।
১৭ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় মুক্তিযুদ্ধের গল্প শোনা, আলোচনা, স্কাউটদের দীক্ষা গ্রহণ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান একক ও দলীয় নৃত্য পরিবেশ করা হয় ।
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও স্কাউটার রফিকুল ইসলাম স্কাউট গ্রুপের নবাগত ৭০ জন স্কাউট কে দীক্ষা প্রদান করেন । এরপর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের গল্প শোনা ও আলোচনা সভা। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান
। এরপর সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিকালে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ কারি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, বিদ্যালয়ের রেক্টর মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, সাবেক সদস্য তাইজুল ইসলাম দুলাল, ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য সখিনা খাতুনসহ আরও অনেকে ।
আ/গ