স্টাফ রিপোর্টার:পরিবেশ রক্ষায় ব্রহ্মপুত্র নদের সুরক্ষা এবং নদ নদী দখল ও দূষণ রোধে সরকারের উদ্যোগ আরো জোরদার করাসহ ব্রহ্মপুত্র নদ খননের সকল অনিয়ম দুর্নীতির প্রতিবাদ এবং ওয়ার্ক অর্ডার অনুযায়ী ব্রহ্মপুত্র নদের খনন কাজের যথাযথ মনিটরিং এর দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মার্চ বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি লিটন দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এ.টি.এম. মাহবুব-উল আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান তালুকদার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, কবি এম বাহাদুর, মানবাধিকার কর্মী আকবর আলী, আমীন আকবরী, ওয়াহিদ, সালেহা আক্তার সুইটি, কাকলি হোসেনসহ অনেকে।
বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের উন্নয়নের কথা চিন্তা করে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্রহ্মপুত্র নদ খনন করার লক্ষ্যে প্রায় ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সে কাজের তিন বছর চলে গেলেও বর্তমানে নদের কোথাও কোথাও হাঁটুপানি এমনকি মানুষ হেঁটে নদ পার হচ্ছেন।
তাই দ্রুত সম্ভব উক্ত বিষয়টি আমলে এনে পরিবেশ রক্ষায় ব্রহ্মপুত্র নদের সুরক্ষা এবং নদ নদী দখল ও দূষণ রোধে সরকারের উদ্যোগ আরো জোরদার করাসহ ব্রহ্মপুত্র নদ খননের সকল অনিয়ম দুর্নীতির প্রতিবাদ এবং ওয়ার্ক অর্ডার অনুযায়ী ব্রহ্মপুত্র নদের খনন কাজের যথাযথ মনিটরিং এর দাবি জানান বক্তারা।